পিংলায় পথদুর্ঘটনায় মৃতের পরিবারের পাশে মন্ত্রী মানস ভুঁইয়া

112

পিংলা,১৫ জুলাই: সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় বালি বোঝাই ডাম্পারের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে শুভেন্দু সাউয়ের। সেই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মৃত ওই ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের ভারপ্রাপ্ত জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইয়া। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই মৃত ব্যক্তির স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা তুলে দেন তিনি। এছাড়াও পিংলা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ৭ হাজার টাকা তুলে দেওয়া হয়।

অন্যদিকে, মৃত শুভেন্দু সাউয়ের একমাত্র ছেলের পড়াশুনার যাবতীয় খরচ দায়- দায়িত্ব তিনি নিলেন এবং ওই পরিবারকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।

এদিন মানস বাবু ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া, খড়্গপুর মহকুমা শাসক আজমল হোসেন, এসডিপিও ডেবরা, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল পান্ডা, সেক সবেরতি, আবু কালাম বক্স সহ অন্যান্য বিশিষ্টজনেরা।