‘দুয়ারে সরকার’ নিয়ে সরেজমিনে মমতা

160

‘দুয়ারে সরকার’ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে আচমকা হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রানীগঞ্জ যাওয়ার পথে আচমকা মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প অফিসে যান মুখ্যমন্ত্রী। ক্যাম্পে গিয়ে কথা বলেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে। শুনলেন অভাব-অভিযোগ। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ‘দুয়ারে সরকার’ এই ক্যাম্পে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি কপ্টারে করে রানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

এদিকে নবান্ন সূত্রে খবর, ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ বাড়ছে। ক্যাম্প বাড়িয়ে চাহিদা সামাল দেওয়া না গেলে প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম বিলি করা হবে। বিশেষ করে চাহিদা বাড়ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের।