বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ ছিলেন, কেশপুরের সভায় মন্তব্য শুভেন্দুর

119

#কেশপুর: বাম আমলে এসএসসি হত, ২০১৪-র পর হয়নি। বাম আমলে অনেক উন্নয়ন হয়েছে। বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ ছিলেন। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরে বিজেপির জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন সভায় শুভেন্দু বলেন, “বাম আমলে এসএসসি হত,২০১৪-এর পর হয়নি। বাম আমলে অনেক উন্নয়ন হয়েছে। বুদ্ধবাবু সৎ, লক্ষ্মণ শেঠ হার্মাদ ছিলেন।”

চাষীদের সহায়ক মূল্য না দিয়ে কাঠমানি নেওয়া হচ্ছে।

কৃষক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তৃণমূল। সেই প্রসঙ্গে এদিন কেশপুর বিধানসভার অন্তর্গত আনন্দপুরে বিজেপির জনসভায় শুভেন্দু অধিকারী বলেন,“চাষীদের সহায়ক মূল্য না দিয়ে কাঠমানি নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ডিজেলের দাম এবং রাজ্য সরকার কৃষকদের ছাড় দেয় না। কিষান সম্মান নিধি প্রকল্প কৃষকদের বঞ্চিত করা হয়েছে। রাজ্যের ৭৩ লক্ষ্য কৃষক ১৪ হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে।”

স্বাস্থ্য সাথী কার্ড-এ কিছু হবে না, ওটা ভোট কার্ড। এমনটাই দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি,‘স্বাস্থ্য সাথী কার্ড-এ কিছু হবে না, ওটা ভোট কার্ড। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে।’ পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন,‘স্বাস্থ্য সাথী কার্ড করাতে গেলেও ৫০ টাকা করে নিচ্ছে।’

এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও ওই জনসভায় উপস্থিত ছিলেন ঘাটাল বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির পর্যবেক্ষক নীলাঞ্জন অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ।