বিজেপিতে দলীয় কর্মীদের যোগদান নিয়ে, অবশেষে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়!

নিজেদের দলের ভাঙন ঠেকাতে দলীয় কর্মীদের সতর্ক করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ১৮ নভেম্বর ঝাড়গ্রামের রবীন্দ্রপার্কে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দেন পার্থবাবু। সেখানে তিনি বলেন, “বিজেপি-র লোকজন কোথা থেকে হচ্ছে ? পুরোনো লোকজনকে আমরা গুরত্ব দিচ্ছি না। তাই আমাদের দল ছেড়ে বিজেপি-তে চলে যাচ্ছেন। যাঁরা রাজ্য ও দলের দুর্দিনে ছিল, তাঁদের আপনাদের পছন্দ নাও হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ। একটা অনুরোধ করছি, যাঁরা সেদিন আমাদের আন্দোলনের পাশে ছিল, তাঁদেরকে আপনারা ভুলবেন না। অবহেলা করবেন না। তাঁদের সঙ্গে নিন।”

বিজেপি-কে আক্রমণ করে তিনি বলেন, “আমাদের উপর মানুষের ক্ষোভ থাকতে পারে। কিন্তু তোমরা তো মানুষকে দ্বিখণ্ডিত করো। সম্প্রদায়ে সম্প্রদায়ে দ্বন্দ্ব লাগাও।”

পার্থবাবু আরও বলেন, “কে কোন পদ পেল, কে কোন কর্মাধ্যক্ষ হলাম এসব নিয়ে নাচানাচি করবেন না। দল না থাকলে কিছু হবে না। মানুষের পাশে থাকতে হবে। মানুষের কাছে গিয়ে অভাব-অভিযোগ শোনার জন্য আরও বেশি জোর দিতে হবে। এবার যেন তা হয়। এবার থেকে সকলকে নিয়ে চলতে হবে। নিজেদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি আমরা মানব না।”
গতকাল সভা শুরুর সময় শহরের কয়েকজন তৃণমূল কর্মী মঞ্চের সামনে ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, শহরের কোনও কাউন্সিলরকে অনুষ্ঠানের জন্য বলা হয়নি। এমনকী, শহর তৃণমূলের সভাপতি ও পৌরসভার ভাইস চেয়ারম্যানকেও বলা হয়নি। তাঁদের চিৎকারে পার্থবাবু দু’বার উঠে আসেন। শেষমেশ মঞ্চ থেকে পার্থবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওখানে গন্ডগোল করলে মুশকিল রয়েছে।”