গেরুয়া ঝড় শুভেন্দু গড়ে! চিন্তায় শাসকদল

বিজেপির থাবা এবারে এক্কেবারে বাঘের ঘরেই। শুভেন্দু অধিকারীর গড়ে আগেই ভোট বাড়িয়েছিল বিজেপি। তবে আগে তৃণমূলের সঙ্গে টক্কর দিতে পারেনি। এবার টক্কর দিল শাসক দলের বিরুদ্ধে, শুধু টক্কর দিলই না তৃণমূলকে হারিয়েও ছাড়ল বিজেপি। লোকসভা ভোটের আগেই এই সাফল্যে উচ্ছ্বসিত বিজেপি। সমবায় নির্বাচনের সবক’টি আসনেই জয়ী হল বিজেপি।

রামনগর এক নম্বর ব্লকের উত্তর বাধিয়া সমবয়া সমিতির পরিচালন সমিটি নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। ১২টি আসনের সবকটিতেই গেরুয়া প্রার্থীদের জয়জয়কার হয়েছে। জামানাত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। এই সমবায় নির্বাচনকে ঘিরে টাটান উত্তেজনা ছিল। দুদলই সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে চেয়েছিল সম্মানের লড়াই জিততে।
এই এলাকায় পঞ্চায়েত ভোটেও  ভালো ফল করতে পারেনি। তৃণমূল চেয়েছিল এবার সমবায় নির্বাচনমে জিতে সেই ব্যর্থতা ঢাকতে। কিন্তু ব্যর্থতা ঢাকতে গিয়ে আরও তিমিরে ডুবে গেল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির উপর হামলা চালিয়েছিলেন তৃণমূল। তা-ই প্রচারের মূল করেছিল বিজেপি। তাতেই সাফল্য।
এবার তৃণমূল সমবায় নির্বাচনে একেবারে ধরাশায়ী হয়েছে। একেবারে ১২-০ ফলে পর্যুদস্ত তৃণমূল কংগ্রেস। বিজেপির কথায়, সংগঠিত রাষ্ট্র বিরোধী শক্তির বিরুদ্ধে এই রায় মানুষের। এই রায়েই স্পষ্ট রামনগরের বৃত্তর অংশের মানুষ আর তৃণমূলকে চাইছে না। তৃণমূল সরকারের উপর আদতে অনাস্থা বিজেপির এই জয়।

গতকাল ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই এলাকায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজয়ী ১২ প্রার্থীকে নিয়ে বিজয় মিছিল বের হয়। বিজেয়ী প্রার্থীদের অভিনন্দন জানান বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি। তিনি বলেন, এই ফল বুঝিয়ে দিয়েছে মানুষ এখন কোন দিকে।