তৃণমূলের এই ৩ জন হেভিওয়েট নেতা ও নেত্রী বিজেপিতে নাম লেখাবেন,ফের বিস্ফোরক সৌমিত্র খাঁ

59

ইতিমধ্যে শুভেন্দু অধিকারী-সহ একঝাঁক তৃণমূল নেতাকে নিজেদের দলে টেনেছে গেরুয়া শিবির। তবে ভবিষ্যতে আর কারা কারা তৃনমূলে ছেরে বিজেপিতে আসবেন সেই ইঙ্গিত দিলেন সকালেই দিয়েছেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্রর চাঞ্চল্যকর দাবি, ৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। এবং বিজেপি সাংসদের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য- রাজনীতিতে। এই প্রসঙ্গে এদিন সৌমিত্র খাঁ এক সংবাদমাধ্যমকে আরও জানিয়েছেন, বিজেপিতে যাঁরা আসছেন, সেই তালিকায় ১ নম্বরে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, ২ নম্বরে শতাব্দী রায়, তিন নম্বরে অপরূপা পোদ্দার আছেন’। তবে শতাব্দীর ইউটার্ন প্রসঙ্গে সৌমিত্র বলেন, ‘উনি আসবেন বলে তৈরি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর খারাপ, হতাশা-এসব কারণ দেখিয়ে ওঁকে রেখে দিয়েছে। কিছুদিন পরই দেখবেন কী হয়’।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যে ২ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয় শতাব্দী, অভিষেক ও কুনালের মধ্যে। বৈঠক শেষে শতাব্দীকে লাইনচ্যুত হবার থেকে আটকান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ ফেসবুক লাইভে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, জানান, কোথাও কোনও বাধা এসেছে, জানিয়েছি, তখন কিছু মানুষ তাকে ভুল বুঝিয়ে অন্যপথে চালনার চেষ্টা করছে। আমি যখন কিছু বলছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ভাল কাজ বাধা দিচ্ছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। কেউ যখন অন্যভাবে নিয়ে বাকানোর চেষ্টা করছে, তখন তাকে বলা হচ্ছে না। তাহলে কি যেটুকু বলা হবে সেটুকুই করব, নিজের কোনও স্বাধীনতা থাকবে না?’