ভ্যাকসিন চোর তৃণমূল, রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ কৈলাস বিজয়বর্গীয়র

42

‘রাজ্যের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেব। কিন্তু প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র’। তাই দরকার পড়লে প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কিনব।’ গতকাল নবান্নে সংবাদিকদের সামনে করোনার ভ্যাকসিন নিয়ে একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতার এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয়। জানালেন,তৃণমূল ভ্যাকসিন চোর। বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের কথায় বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র। অথচ সবকিছুর মতো এক্ষেত্রেও তা নিজের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।।

উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে আজ রাজ্যে সাংগঠনিক বৈঠকে বসেছে বিজেপি। আইসিসিআর-এর এই বৈঠকে যোগ দেন কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও যোগ দেন শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর বৈঠকের আগে ভ্যাকসিন প্রসঙ্গে এহেন মন্তব্য বেরিয়ে আসে কৈলাসের মুখ থেকে।