‘অনুব্রত আমাদের সহকর্মী,কথা দিলাম একসাথে ভরিয়ে- ছাপিয়ে দেব’ – জ্যোতিপ্রিয় মল্লিক

আর মাত্র কয়েক দিনের অপেক্ষামাত্র।তারপরেই তৃণমূলের ঐতিহাসিক বিগ্রেড সমাবেশ।আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপিকে ভারত ছাড়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।তাঁরই সমর্থনে বাংলা জুড়ে তৃণমূলের প্রস্তুতি সভা চলছে।শনিবার উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটিতে প্রস্তুতিসভা করেছেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি।এদিন সভার শেষে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, উত্তর ২৪ পরগনার যাওয়া লোকই বিগ্রেড ভরাতে যথেষ্ট।তার জন্যে প্রত্যেকটি বিধানসভায় কর্মীসভা ইতিমধ্যে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।এর পর বাজারে বাজারে মিটিং করব।আমি কোনো রাজনৈতিক দলকে কাউন্টার ভাবছি না।সিপিএম ,কংগ্রেস,বিজেপি কেউ কাউন্টার নয়।তৃণমূল কংগ্রেস উন্নওর তৃণমূল কংগ্রেস তৈরী করবে।তৃণমূল কংগ্রেস একাই একশো।মমতা ব্যানার্জি যখন সামনে আছে পিছনে অভিষেক ব্যানার্জি রয়েছেন।আমরা লড়াইটা নিয়ে নিতে পারব।একই সাথে তিনি ফের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সারমেও সাথে তুলনা করেন।

এর আগে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেছেন বিগ্রেডের জনসভায় ভরাট করবেন তিনি তাঁর জেলার কর্মী সমর্থকদের নিয়ে।এই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বাবু বলেন, “অনুব্রত আমাদের সহকর্মী , আমরা একসাথে মিলে ভরাট করব।আমরা একটা পরিবার সেই পরিবারের অভিভাবক মমতা ব্যানার্জি।বিগ্রেড ছাপিয়ে ধর্মতলা ,শিলদাহ,হাওড়া ব্রিজে লোক দাঁড়িয়ে থাকে।ওইখানে থেকে লোক যেন আর চলতে পারেন”।জ্যোতিপ্রিয় বাবু মনে প্রানে বিশ্বাস করেন ,২০১৯ শে মোদীর যবনিকা শেষ।