অনুরোধের পরেও, মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন বহু দর্শকবৃন্দ!

213

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সারা বাংলা জুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে, জনপ্রিয়তার জন্য মুখ্যমন্ত্রী যেখানেই যান না কেন, সেখানেই ভিড়ের ঢল দেখা যায়! কিন্তু এবার ঘটল এক আশ্চর্য ঘটনা। মুখ্যমন্ত্রীর শিলান্যাস অনুষ্ঠান ছেড়ে চলে যেতে দেখা অনেককেই! ঘটনাটি ঘটেছে হাড়োয়াতে। উল্লেখ্য গতকাল দক্ষিণ ২৪ পরগনা জেলা সদর আলিপুর থেকে রাজারহাট ও ভাঙ্গড়-২ ব্লকে পরিস্রুত পানীয় জলপ্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে সেই অনুষ্ঠান হাড়োয়াবাসীকে দেখানোর জন্য এলাকার পি জি হাই স্কুল মাঠে বড় প্যান্ডেল তৈরি করে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। বিকেল পাঁচটা নাগাদ আলিপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কিন্তু সেখান থেকে রিমোটে শিলান্যাস করতে দেরি হওয়ায় অপেক্ষার বাঁধ ভাঙে সভায় উপস্থিত সাধারণ মানুষের। তাই মূল অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অনেকে অনুষ্ঠান ছেড়ে চলে যান। যার ফলে সেখানে উপস্থিত শাসকদলের বিধায়ক, সাংসদ ও জনপ্রতিনিধিরা চরম অস্বস্তিতে পড়েন। একসময় মঞ্চে মাইক্রোফোনের সামনে হাজির হতে দেখা যায় জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণগোপাল বন্দ্যোপাধ্যায়। তিনি পরিস্থিতি সামাল দিতে উপস্থিত লোকজনকে বলেন, “যাঁরা বেরিয়ে যাচ্ছেন তাঁরা আর পাঁচ মিনিট অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী এখনই জলপ্রকল্পের শিলান্যাস করবেন।” কিন্তু তাঁর অনুরোধের পরেও ছবিটা খুব একটা বদলায়নি। মুখ্যমন্ত্রী যতক্ষণে শিলান্যাস করলেন, ততক্ষণে অনুষ্ঠানস্থলের বেশিরভাগ চেয়ারই ফাঁকা।