দুর্ভাগ্যজনক! নেতাজীর মূর্তির হাতে অবশেষে বিজেপির পতাকা

250

 নেতাজীর আজ ১২৩ তম জন্মবার্ষিকী। আর এমন দিনেই নেতাজির মূর্তির হাতে বিজেপির পতাকা গুঁজে দেওয়ার ছবি ভাইরাল হতেই ক্ষুব্ধ হয়ে উঠলেন ভাইপো চন্দ্র কুমার বসু। এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তিনি বিজেপি ছাড়ারও ইঙ্গিত দিচ্ছেন। এবং  সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন,  ‘নেতাজি সুভাষচ্ন্দ্র বসু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তিনি রাজনীতির অনেক ঊর্দ্ধে। আমি মনে করি আজকের কোনও রাজনৈতিক দলই নেতাজিকে নিজেদের বলে দাবি করতে পারে না। কেউই তাঁর মূর্তির হাতে একটি দলের পতাকা ধরিয়ে দিয়ে তাঁর ওপর অধিকার দেখাতে পারে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি এর তীব্র নিন্দা করি। আমার মনে হয় রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের খুব তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’

প্রসঙ্গত, আজ নদিয়া জেলার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। ওই ছবিটিতে দেখা যায়, নেতাজির মূর্তির সামনে থাকা গ্রিলে বিজেপির পতাকা লাগানোর পাশাপাশি তাঁর হাতেও একটি পতাকা গুঁজে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নিমিষে আলোড়ন শুরু হয় রাজ্যজুড়ে । আর এই ছবি চন্দ্র বাবুর চোখে পরতেই মুহূর্তের মধ্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ।