গোষ্ঠীদ্বন্দ্ব নয়! সংসার বড় হলে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে- অনুব্রত মন্ডল

118

গতকাল ছিল বীরভূমের রানাঘাটে হবিবপুরে কর্মীসভায়। আর সেখান থেকেই নদিয়া জেলায় লোকসভা ভোটে জয়ী হবার ভবিষ্যৎবানী তুলে ধরেলেন তৃনমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল। তিনি জানান, আমি হারতে শিখিনি। নদিয়ার দুই আসনেই ব্যাপক ভোটে জিতব।

উল্লেখ্যে, নদিয়ায় তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে কর্মীদের চাঙ্গা করতে কর্মীসভায় নিজের দাওয়াই দিচ্ছেন তিনি। কিন্তু দলের অন্দরে বারবারই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসায় কিছুটা হলেও দলের সংগঠন নিয়ে প্রশ্নের মুখে তাঁকে পড়তে হয়। তবে তাঁর মতে “গোষ্ঠীদ্বন্দ্ব মিডিয়ার কথা। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই? একটা বড় সংসারে প্রতিদিন ৫০ কুইন্টাল চাল লাগে। তা নিয়ে ভাই ভাই ঝগড়া হয় না? আমরাও তো তিন ভাই। সংসার বড় হলে ঝগড়াঝাটি একটু হয়েই থাকে।

এরপর বিজেপিকে কটাক্ষ করে তিনি জানান, বীরভূমে খোঁজ নিয়ে দেখুন হারার ভয়ে লকেট চ্যাটার্জি থেকে জয় ব্যানার্জি কাউকেই দাঁড় করাতে চাইছে না। আর সিপিএমের দাঁড়ানোর লোকই নেই।” তবে তাঁর এই বক্তব্য মানতে রাজি নয় বিজেপি নেতা জয় ব্যানার্জি। তিনি বলেন, “আমি যখন পলিটিক্সের পি জানতাম না তখনও বীরভূম থেকে আড়াই লাখ ভোট আদায় করে এনেছি। তখন ভয় পাইনি, এখন কেন ভয় পাব