মনমরা হয়ে যাচ্ছি! টুকটাক অশান্তি না হলে হয়? বিস্ফোরক মন্তব্যে মদনের

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। আগামী মাসের ৮ জুলাই অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। সেমতই আজ তথা শুক্রবার থেকেই শুরু হচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।

এদিকে পঞ্চায়েতে মনোনয়ন পেশের প্রথম দিনই বিরোধীশূন্য করার হুঁশিয়ারি মদন মিত্রের। মদনের দাবি, ‘ভয় পাচ্ছি, মানুষ না ১০০ শতাংশ করে দেয়! ১০০ শতাংশ করে দিলে তো ভোটই বাতিল হয়ে যাবে’। এরপরে তাঁর সংযোজন, ‘অশান্তি টুকটাক না হলে হয়। সিপিএম আমলেও বোমা ছিল, আমাদের আমলেও বোমা আছে।’ পঞ্চায়েত ভোট ঘোষণার পর দিকে দিকে হইচই। যদিও কামারহাটির বিধায়ক মনে করেন, ‘ গেম ইজ ওভার, আমাদের কোনও কাজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নামবেন বলে মনে হয় না, অভিষেকেরও নামার দরকার নেই। তবে, এই খেলায় আনন্দ নেই, মনমরা হয়ে যাচ্ছি, মাঠে তো প্লেয়ারই নেই। আমি তো আশঙ্কা করছি ১০০ শতাংশ ভোট না হয়ে যায়।’