কর্ণাটকের পর এবার রাজস্থান ও মধ্যপ্রদেশেও পরাজয় নিশ্চিত বিজেপির! বলছে সমীক্ষার রিপোর্ট

হিমাচলপ্রদেশের পর কর্ণাটক হাতছাড়া হবার পর, ২৪-এর আগে আবারও জোর ধাক্কা খেতে চলেছে বিজেপি। বিজেপির অভ্যন্তরীণ দলীয় রিপোর্ট বলছে, কর্ণাটকের পুনরাবৃত্তি হওয়ার সবরকম পূর্বাভাস দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনেও। অন্যদিকে আবার ছত্তিশগড় ও তেলেঙ্গানার এবছরই দুই রাজ্য ভোট রয়েছে। মূলত, তেলেঙ্গানায় হাতেগোনা কয়েকটি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও সরকার গঠনের ধারেকাছে পৌঁছনো তাদের পক্ষে সম্ভব নয় বলে সেই অভ্যন্তরীণ রিপোর্টে তুলে ধরা হয়েছে।

এদিকে রাজস্থানের এক সমীক্ষার রিপোর্ট মাফিক, অন্তর্কলহের মাঝে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের হাজারো জনমোহিনী প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়া পাচ্ছে কংগ্রেস। বিনামূল্যের বিদ্যুৎ থেকে রান্নার গ্যাসে অর্ধেক ভর্তুকির মতো ঘোষণা করে কার্যত জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে কংগ্রেস। তাই বিজেপির শীর্ষ নেতৃত্ব বিভিন্ন জেলার কর্মীদের হুঁশিয়ার করে বলেছে, ভোটপ্রচার চলাকালীন কংগ্রেসের প্রতিশ্রুতি কিংবা উপহারের বিরুদ্ধাচরণ যেন কোনওভাবেই না করা হয়। সেক্ষেত্রে হিতে বিপরীত হবে। ঠিক যেমনটা কর্ণাটকে হয়েছিল। যদিও কোন কোন জেলায় ভোটারদের কোন ইস্যুতে মন জয় করা যাবে, সেই বিষয়ে জেলা স্তরের নেতৃত্বকে নজরে রাখতে বলেছে শীর্ষ নেতৃত্ব।

পাশাপাশি মধ্যপ্রদেশে খোদ আরএসএস নাকি অভ্যন্তরীণ সমীক্ষায় জেনেছে, এই রাজ্যে বিজেপি ২৩০ আসনের মধ্যে ৫৫’র বেশি পাবে না। কংগ্রেস এই প্রচার জোরদারভাবে শুরু করেছে। তার পাল্টা তেড়েফুঁড়ে নামতেও পারছে না গেরুয়া শিবির। কারণ নেতা-কর্মীদের রিপোর্টে স্পষ্ট, এই রাজ্যে দলকে জেতানোর মতো মুখ বিজেপিতে নেই। একইসঙ্গে সরকার বিরোধী হাওয়া ও দলীয় কোন্দলও প্রবল।