গুড় বাতাস নাকি চড়াম চড়াম, এবারের পঞ্চায়েত ভোটে কোন অস্ত্রে শান দেবেন অনুব্রতর কর্মীরা

এবারও বাজবে চড়াম চড়াম শব্দ, দেওয়া হবে ‘গুড়বাতাসা’ ও ‘নকুল দানা’। যদিও এবারের পঞ্চায়েত ভোটে অনুব্রতকে স্বশরীরের অনুব্রতকে দেখা যাবে কিনা? সে প্রশ্নের জবাব কার কাছে না থাকলেও, কর্মীরা সাফ জানাচ্ছেন “কেষ্টদা যা টেকনিক শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি মেনেই এবারেও ভোট বৈতরণী পার করে দেব।

উল্লেখ্য, ৯ মাস ধরে জেলবন্দি রয়েছেন অনুব্রত মন্ডল। যদিও খাতায় কলমে তিনি আজও বীরভূমের তৃণমূল সভাপতি। এদিকে, ঘোষণা হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়েছে মনোনয়ন। অথচ ভোট করানোর স্ট্যাটেজি এল না তৃণমূলের কাছ থেকে। জেলায় স্বশরীরে কেষ্ট ওরফে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল থাকাকালীন এমন অবস্থা হয়নি। যদিও অনুব্রত অনুগামী কর্মী-সমর্থকেরা জানিয়ে দেন, “কেষ্টদা যা টেকনিক শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি মেনেই এবারেও ভোট বৈতরণী পার করে দেব।” তাঁর অনুপস্থিতি খুব একটা বড় ফ্যাক্টর হবে না বলেই মত কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি বলেন, “এ জেলার সংগঠনের দায়িত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই কর্মীরা উজ্জীবিত। সঙ্গে নজরদারি রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষ শুধু অপেক্ষায় আছে কবে তাঁরা আমাদের দু’হাত ভরে ভোটের বাক্সে আশীর্বাদ দেবেন।” তবে তিনি স্বীকার করেন, “কেষ্টদা জেলায় সংগঠনের যে ভিত গড়ে দিয়েছেন, তার ভিত্তিতেই আমাদের জোর।”