৩৩৫ ঘন্টা পর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষকদের

76

অবশেষে ৩৩৫ ঘন্টা পর অনশন তুলে নিলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকেরা। মূলত আজ প্রাথমিক শিক্ষকদের বেতনবৃদ্ধি ঘোষণা করেছে স্কুল শিক্ষা দফতর। তারপরই অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারী শিক্ষকেরা ৷ অনশন প্রত্যাহারের পর প্রাথমিক শিক্ষকরা জানান, শিক্ষামন্ত্রী এলে ভাল লাগত ৷ ১৪ জনের বদলির দাবি মানা হয়েছে ৷ বেতনের দাবি আংশিক মানা হয়েছে । তবে অনশন উঠলেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষকেরা ৷

প্রসঙ্গত,  প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে এতদিন ছিল ২৬০০ টাকা। সেই গ্রেড পে এখন বেড়ে হয়েছে ৩৬০০ টাকা। যার ভিত্তিতে আগে চাকরিজীবনের শুরুতেই শিক্ষকরা বেতন পেতেন ১৮৮৬৪ টাকা। এখন সেই অঙ্কটা গিয়ে দাঁড়াচ্ছে ২৫৮৩৪ টাকা।

অপরদিকে প্রশিক্ষণহীনদের আগে গ্রেড পে ছিল ২৩০০ টাকা, সেই অঙ্কটাও এখন বাড়িয়ে দেওয়া হল ২৯০০ টাকা।