বেতনবৃদ্ধির ইস্যুতে আগামীকাল তিলোত্তমায় প্রাথমিক শিক্ষকদের বিজয় মিছিল

95

২০১৫ সাল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান শ্যামা পদ পাত্র প্রাথমিক শিক্ষকদের বেতনবৃদ্ধির জন্য আন্দোলন শুরু করেন । এবং দীর্ঘ ৪ বছর পর শ্যামা পদ পাত্রের নেতৃত্বে অবশেষে আজ এই আন্দোলন সাফল্য পেল। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে বেড়ে দাঁড়াল ১ হাজার টাকা ।আর এবার সেদিকে তাকিয়েই আগামীকাল বিজয় মিছিল করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। উল্লেখ্য এই বিজয় মিছিল শুরু হবে সল্টলেক করুনাময়ী থেকে এবং শেষ হবে বিকাসভবনের সামনে গিয়ে ।

শ্যামাপদ পাত্র

এবিষয়ে শ্যামা পদ পাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের জন্য আগামীকাল আমরা বিজয় মিছিল করব। মিছিল করুনাময়ী থেকে শুরু হবে দুপুর ২টো থেকে। আমরা এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব । কারণ আমাদের দীর্ঘ দিনের দাবিকে অবশেষে পূরণ করেছে এই রাজ্য সরকার।