সবুজায়নের ডাকে সাড়া দিলো কোচবিহার সদরের তল্লিগুড়ি উচ্চ বিদ্যালয়

107

দান করার রীতি আমাদের সমাজে সেই প্রাচীন কাল থেকেই প্রচলিত l আর এই রীতিকেই মাধ্যম করেই সাড়া ফেলে দিয়েছে কোচবিহার জেলার তল্লিগুড়ি উচ্চ বিদ্যালয় l মহা উৎসাহে পালিত হলো বৃক্ষদান এবং বৃক্ষরোপন কর্মসূচি l

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার কোতোয়ালি থানার আই.সি. মাননীয় শ্রী সৌম্যজিৎ রায় মহাশয় l “শ্রী সৌম্যজিৎ রায় বর্তমান যুব সমাজের কাছে একজন অনুপ্রেরনার ব্যক্তিত্ব ” বলে মন্তব্য করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী ফণিভূষণ সাহা মহাশয় l কার্গিল দিবসের দিনে এই মহৎ কাজে অংশগ্রহণ করে সৌম্যজিৎ বাবু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রেরণা দেন বৃক্ষদান এবং বৃক্ষরোপনে উৎসাহী হবার জন্য l নেশামুক্ত সমাজ গড়ে তোলা ,মানব পাচার ,ট্রাফিক আইন এবং অপরাধমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার জন্য ছাত্র -ছাত্রীদের আহবান জানান l বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বিষ্ণু রায় কার্যী মহাশয় সৌম্যজিৎ রায়ের ভূয়সী প্রশংসা করেন l

বিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞানের শিক্ষক ফণিভূষণ সাহা বলেন পৃথিবীকে সবুজ রাখার জন্য আমাদের এই কর্মসূচিতে সৌম্যজিৎ বাবুর মতো সাহসী এবং নিষ্ঠাবান পুলিশ অফিসারের উপস্থিতি ছাত্র-ছাত্রীদের মধ্যে এক প্রাণ চঞ্চল উদ্দীপনার সৃষ্টি করেছেl দেশ জাতি সমাজের স্বার্থে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে তাহলেই পৃথিবীটা আরো সবুজ হয়ে উঠবে তাই বৃক্ষদান করুন সবাই l

এদিকে কোচবিহার জেলার কোতোয়ালি থানার আই.সি. মাননীয় সৌম্যজিৎ বাবু নিজের দুই ছেলে অর্থাৎ অনুভব ও শ্রমন নামে দুটি গাছ লাগান বিদ্যালয় প্রাঙ্গণে। সাথেই স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে একটি করে গাছ লাগান।