‘বাংলার গর্ব মমতা’ নিয়ে আজ মাঠে তৃণমূল!

112

টার্গেট 2021 বিধানসভা নির্বাচন। ‘দিদিকে বলো’ কর্মসূচির ব্যাপক সাড়া ফেলার পর। সম্প্রীতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নতুন প্রচারভিযান কর্মসূচি শুরু করে তৃণমূল কংগ্রেস যার নাম দেওয়া হয়েছে ‘বাংলার গর্ব মমতা’। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ সুচনা হয়। আজ থেকে শুরু হচ্ছে ‘বাংলার গর্ব মমতা’ – র দ্বিতীয় দফার কর্মসূচি।বাংলার 294 বিধানসভা কেন্দ্রে পালন করবেন বিধায়করা। এই কর্মসূচিতে যুক্ত থাকবেন এক লক্ষ দলীয় নেতা- কর্মী।ওইদিন ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সংবিধানের প্রস্তাবনা এবং প্রচারের স্তব সংগীত পাঠ করাবেন নেতৃত্বরা। প্রচার এর বার্তা এবং লক্ষ্য গুলি সম্পর্কে আলোচনা করা হবে এই কর্মসূচিতে।

এদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য,‘আমরা মনীষীদের যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করি। এখনকার পরিপেক্ষিতে ‘বাংলার গর্ব মমতা’। তিনি সংবিধান বাঁচানো ন্যায়বিচার পাওয়ার জন্য প্রতিবাদ করেন। বাংলার গরিমা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। ভবিষ্যতের দিকে তাকিয়ে তিনি উন্নয়ন করে চলেছেন।’