সম্পর্কের ইতি! শোভনের বদলে দায়িত্বে রত্না

41

পুরভোটে শোভনের বিধানসভা কেন্দ্রে দায়িত্বে রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্বে তৃণমূলের কো-অর্ডিনেটর রত্না।তৃণমূলের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক স্তরে একটা ব্যাপক সমীকরণ তৈরি হয়েছে। শোভন চট্টোপাধ্যায় কবে তৃণমূলে যোগদান করবেন। এটা নিয়ে যখন জল্পনা চলছিল। তখন শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রেই রত্না চট্টোপাধ্যায় – কে কো-অর্ডিনেটর দায়িত্ব দিল তৃণমূল।

তৃণমূল সূত্রে খবর, আসন্ন পুরসভা ভোটে কাউন্সিলরদের মধ্যে সমন্বয় সাধন করবেন রত্না চট্টোপাধ্যায়। যার মাথার উপর থাকবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

শোভনের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে,‘তৃণমূলের সঙ্গে শোভন এর সম্পর্ক ভেঙে গেল। অর্থাৎ সেই সম্পর্কের বাতাবরণ তৈরি হয়েছিল। জল্পনা সৃষ্টি হয়েছিল। আজ সমস্ত জল্পনার অবসান ঘটল। তৃণমূলের এই সিদ্ধান্তের ফলে।

শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিল। তারপরেই শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু বিজেপিতে গিয়ে নিষ্ক্রিয় হয়েছিলেন শোভন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন স্নেহের কানন। চলচ্চিত্র উৎসবেও দেখা যায় শোভন-বৈশাখীকে। তারপর থেকে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে দেখা করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এটাও পষ্ট করে দেওয়া হয়েছিল,‘বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর তরফ থেকে যে, শোভন চট্টোপাধ্যায় এই সিদ্ধান্ত দল নেত্রীকে জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে রাজনীতি করা সম্ভব নয়। এই পেক্ষাপটে যখন একটা সমীকরণ তৈরি হচ্ছে। আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায় কে পাশে বসিয়ে বিধানসভা কেন্দ্রে সমস্ত দায়িত্ব। পৌরসভা ভোটের সমস্ত কর্মসূচির দায়িত্ব রত্না চট্টোপাধ্যায়কে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।