একসময়ে ভোটের মার্জিন বলে দেওয়া রবী, আজ দিদিকে অভিযোগের নামতা শোনালেন!

54

রবীন্দ্রনাথের পরিবর্তন! আজকের এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে চলছে এই বিষয়ে জোর চর্চা। অর্থাৎ রাজনৈতিক মহলের একাংশ বলেছে, অতীত ভোটের দিন দিদিকে ফোন করে ভোটের মার্জিন জানিয়ে দিতেন এই দাপুটে নেতা । কিন্তু এদিন দিদিকে অভয় দিতে পারলেনই না তিনি। উল্টে দিদির কাছে এই ভাই অভিযোগ করে বসেন, দিদি, বর্ডার এলাকায় বিএসএফ ডিসটার্ব করছে ।

উল্লেখ্য আজ শেষ হল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোটগ্রহণ হয়েছে দেশের ২০টি রাজ্যের ৯১টি আসনে। যার মধ্যে বাংলার ছিল দুটি আসন, অর্থাৎ কোচবিহার ও আলিপুরদুয়ার। তাই সকাল ভোট দিতে বেরিয়ে পড়েন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী । ভোট দিয়েই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ডিম, শশা, তরমুজ খেয়ে নিজেকে চাঙ্গা করে দিদিকে ফোন করে অত্যন্ত উদ্বিগ্ন হয়েই কমিশনের বিরুদ্ধে হাজারো অভিযোগের ফিরিস্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনান তিনি। তারপর সাংবাদিকদের জানান, বর্ডার এলাকায় বিএসএফ সাধারণ মানুষকে বলছে, একে ভোট দাও, তাকে ভোট দাও। সীমান্ত ছেড়ে বুথে চলে আসছেন বিএসএফ জওয়ানরা। তাদের তো বুথে যাওয়ার এক্তিয়ার নেই।