করোনা নিয়ে স্বস্তির খবর উওরবঙ্গের কোচবিহার জেলায়

100

সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা । ভারতের এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে । এদিকে বাংলায় এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭২। সেদিকে তকিয়ে জ্বর, সর্দি-কাশি হলেই লালারসের পরীক্ষা চালু হয়েছে কোচবিহারে। এরই মধ্যে যে কয়জন ব্যক্তির লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে, তার মধ্যে ৯০টি রিপোর্টই নেগেটিভ। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার কাজ চলছে। থার্মাল স্ক্রিনিংও হচ্ছে। সেই পরীক্ষায় যাঁদের জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা, তাঁদের লালারস সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যাঁরা উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছেন, তাঁদেরও লালারস পরীক্ষা করা হচ্ছে।