না ফেরার দেশে চলে গেলেন প্রবাদপ্রতীম ফুটবলার চুনী গোস্বামী

46

না ফেরার দেশে চলে গেলেন প্রবাদপ্রতীম ফুটবলার চুনী গোস্বামী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার বিকাল ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি । মূলত,গত কয়েকমাস ধরে সুগার, প্রোস্টেট এবং স্নায়ু সমস্যা নিয়ে অসুস্থতায় ভুগছিলেন তিনি।

উল্লেখ্য,১৯৪৬ থেকে ১৯৫৪ পর্যন্ত মোহনবাগানের জুনিয়র দলে খেলেন। এরপর ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলে খেলেন। তিনি মূলত স্ট্রাইকার পজিসনে খেলতেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬৪ অবধি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এই সময়ে মোহনবাগান ডুরান্ড কাপ সহ বহু প্রতিযোগিতায় ভাল ফল করেছিল। তার ফুটবল জীবনের সবথকে বড় কৃতিত্ব ভারতের অধিনায়ক হিসাবে ১৯৬২ তে জাকার্তায় এশিয়ান গেমসের সোনা জয়। ফাইনালে ভারত দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে পরাস্ত করেছিল। গোলদুটি করেছিলেন পি কে ব্যানার্জী এবং জার্নেল সিং। এছাড়া তিনি অধিনায়ক হিসাবে তেল আভিভে এশিয়া কাপের রৌপ্য পদক জয় করেছিলেন।

ফুটবল খেলা থেকে অবসর নেওয়ার পরে তিনি ক্রিকেট খেলায় মনোনিবেশ করেন এবং রঞ্জি ট্রফিতে তিনি বাংলার অধিনায়কত্ব করেন। তিনি দুবার রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান ছিলেন এবং ডানহাতে মিডিয়াম পেস বল করতেন। তিনি ৪৬টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে একটি সেঞ্চুরি সহ ১৫৯২ রান করেছিলেন। তিনি বল করে ৪৭টি উইকেটও নিয়েছিলেন।