তুলে নেওয়া হল টিকটকের ওপর নিষেধাজ্ঞা, বিশদে জানুন…

132

না ভারতে নয়, এবার ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে ফিরে এলো টিকটক। সোমবার এক বিবৃতিতে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ জানায়, চীনের মালিকানাধীন টিকটক অ্যাপ স্থানীয় আইন অনুসায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। দেশটির সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টিকটক অ্যাপে অশ্লীলতা এবং অনৈতিকতা ছড়ানোর সাথে জড়িত সব অ্যাকাউন্টকে ব্লক করে দেয়া হবে। এর আগে পাকিস্তানের টেলিযোগযোগ কর্তৃপক্ষ ৯ অক্টোবর অনৈতিক ও ‘অশালীন’ বিষয়বস্তু প্রচার এর অভিযোগের কারণে টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছিল। টিকটক পাকিস্তানে প্রায় ৪৩ মিলিয়ন ইনস্টল করা হয়েছে। গবেষণা সংস্থা সেন্সর টওয়ারের মতে, এটি দেশটিকে একটি বৃহত্তম বাজারে পরিণত করেছে। টিকটক আসার অনেক আগে থেকেই পাকিস্তান তাদের ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ নেয়া শুরু করেছিল। ইসলামবিরোধী একটি শর্ট ফিল্ম পোস্ট হওয়ার পরে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানে ইউটিউব নিষিদ্ধ ছিল।

উল্লেখ্য, জুন মাসের ২৯ তারিখে দেশের স্বার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত থেকে ৫৯ টি চিনা অ্যাপ ব্যান করা হয়। যার মধ্যে অন্যতম ছিল টিকটক। তবে ভারতে টিকটক ফিরবে কিনা? সেবিষয়ে কোন নিশ্চিত খবর নেই।