এবার খোদ কলকাতায় কাটমানির পোস্টার! নিশানায় মন্ত্রী সাধন পাণ্ডে

90

কাটমানি ইস্যু নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়, শুধু তাই নয় এই বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও। তবে এতদিন কাটমানি প্রসঙ্গে যেসব খবর বেরিয়ে এসেছিল সে সমস্ত ঘটনা ঘটেছিল রাজ্যের বিভিন্ন জেলায়। কিন্তু এবার এর প্রভাব এসে পড়েছে খাস কলকাতায়। অর্থাৎ এবার কাটমানি ফেরতের দাবিতে পোস্টার পড়ল কলকাতার মুরারিপুকুর এলাকায়। আর নিশানা করা হল স্বয়ং ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে। তবে শুধু সাধন পাণ্ডেই নয়, কাটমানি ফেরতের জন্যে পোস্টার পড়েছে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তীর বিরুদ্ধেও। দুজনের বিরুদ্ধে একাধিক কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে এই ইস্যুতে মন্ত্রী সাধন পাণ্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।