৭-৮ জন সাংসদের পাশাপাশি ৪০-৪২ জন বিধায়কও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন- সৌমিত্র খাঁ

82

বাংলার বিধানসভা ভোটের দামামা বেজে দিয়েছে। খুব সম্ভবত ফ্রেবুয়ারি মাসে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি এও জানা যাচ্ছে, যে তীব্র গরমের আগে এপ্রিলেই ভোট শেষ করতে চায় নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে বাংলায় ২০০টি আসনের টার্গেট রেখে বাংলা ক্ষমতায় আসার দাবি করছে রাজ্য বিজেপি। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী-সহ একঝাঁক তৃণমূল নেতাকে নিজেদের দলে টেনেছে গেরুয়া শিবির। নাম লিখিয়েছেন সুনীল মণ্ডলের মতো সাংসদও। তবে ভবিষ্যতে আর কারা কারা তৃনমূলে ছেরে বিজেপিতে আসবেন সেই ইঙ্গিত দিলেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্রর চাঞ্চল্যকর দাবি, ৭-৮ জন সাংসদ, ৪০-৪২ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর ও কুণাল ঘোষকে কটাক্ষও করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য, ইতিমধ্যেই মন্ত্রিত্ব, দল ছেড়েছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। বেসুরো হয়ে উঠেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, রথীন চক্রবর্তী, গৌতম দেব, সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। বলাবাহুল্য এরইমাঝে সৌমিত্রর এই চাঞ্চল্যকর দাবি বেশ আলোড়ন ফেলল রাজ্য রাজনীতিতে।