এবছর মাধ্যমিকে দ্বিতীয় ফালাকাটার শ্রেয়সী ভবিষ্যতে ডাক্তার হতে চায়

132

২০১৯ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ হল।আজ, সকাল ন’টার পর আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশ করেছে পশ্চিম মধ্যশিক্ষা পর্ষদ। এ বছর ১০ লাখের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।রেকর্ড নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাএ সৌগত দাস।তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪। এদিকে মাধ্যমিকে শীর্ষস্থানে উঠে এসেছে ফালাকাটা গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রেয়সী পাল। মোট ৭০০ নম্বরের মধ্যে ৬৯১ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে শ্রেয়সী। বিভিন্ন বিষয়ে শ্রেয়সীর প্রাপ্ত নম্বর গুলি হলো বাংলায় ৯৬ ইংরেজিতে ৯৭, অংকে ১০০, ভৌতবিজ্ঞানে ১০০ জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৯, ভূগোলে ১০০।

উল্লেখ্য, শ্রেয়সীর বাবা শ্যামাপ্রসাদ পাল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। মা বিশাখা পাল গৃহবধূ। মেয়ের সাফল্যে খুশি শ্রেয়সীর পাড়া প্রতিবেশী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শ্রেয়সী ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তিতে অসম্ভব প্রতিভাশালী। আগামীদিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে শ্রেয়সী ডাক্তার হতে চায়।