অপূরণীয় ক্ষতি! আইসি সৌম্যজিৎ রায়কে ফিরে পেতে চাইছে ফালাকাটাবাসী

150

আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলকে বদলি করার পর  গতকাল সরিয়ে দেওয়া হয়েছিল ফালাকাটার বিতর্কিত আইসি সৌম্যজিৎ রায়কে। তাঁর জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল কোচবিহার কোতয়ালী থানার আইসি সমীর পালকে। এবং সৌম্যজিৎ রায়কে পাঠানো হয়েছিল সেখানে। আর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার সন্ধে বেলা ফালাকাটাবাসীর ক্ষোভ আছড়ে পড়ল থানার বাইরে। দাবি একটাই, আইসি সৌম্যজিৎ রায়কে ফিরিয়ে দিতে হবে তাঁদের এলাকায়।

প্রসঙ্গত,  ২০১৮ সালে অক্টোবর মাসের প্রথম দিনে  ফালাকাটা থানায় নতুন আই,সি হিসাবে কাজে যোগ দিয়েছিল সৌম্যজিৎ রায় । উলেখ্য এর আগে তিনি দার্জিলিং সদর থানার কর্মরত ছিলেন আই,সি হিসাবে । ফালাকাটা যোগ দেবার সময়  সৌম্যজিৎ বাবু জানিয়েছিলেন,  ফালাকাটা কে যাতে আরো সুন্দর পরিবেশ তৈরি করা যায় সেই চেষ্টা তিনি করবেন আজকের থেকে । আর তাতে যে তিনি অনেকটাই সফল হয়েছেল তা আজ সন্ধ্যায় ভালোভাবেই বোঝা গেল।