এনআরসি নিয়ে দিদিমণি মানুষকে ভয় দেখাচ্ছেন,বললেন দিলীপ ঘোষ!

96

লোকসভায় কোমড় ভেঙেছি,বিধানসভায় ফনাটা ভেঙে দেব।আওয়াজ ও আসবে আর কামড়াতেও পারবে না।আজ আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙার জনসভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।এদিন দিলীপ ঘোষ জনসভায় বলেন,”কেউটে সাপকে মেরে আমরা কোমড় ভেঙ্গে দিতাম লাঠি দিয়ে।কিন্তু তাঁর সেই ফস ফসানিটা যায়নি,লড়তে পারছে না।কিন্তু ফসফস আওয়াজ করে।লোকসভায় কোমড় ভেঙেছি,বিধানসভায় ফনাটা ভেঙে দেব।আওয়াজ ও আসবে আর কামড়াতেও পারবে না।”

এদিন সভায় NRC ইস্যু প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,NRC নিয়ে দিদিমণি মানুষদের ভয় দেখাচ্ছেন, রাস্তায় মিছিল করছেন-লিফলেট বিলি করছেন।আমি দিলীপ ঘোষ বলে যাচ্ছি,যতদিন বিজেপি ভারতের ক্ষমতায় আছে,ততদিন একজন হিন্দুকেও কেউ ভারত থেকে তাড়াতে পারবে না।

দিলীপ বাবু এদিন আরও বলেন,দিদিমণি বলছে NRC করতে দেবেন না।NRC তো সুপ্রিম কোর্ট করেছে। যদি কেউ সুপ্রিম কোর্টে বলে ২কোটি লোক বাংলাদেশের মুসলমান ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গ বাংলায় আমরা তাঁদের চিন্হিত করতে চাই।সুপ্রিম কোর্ট যদি বলে করতে হবে হ্যাঁ করতে হবে,নাকঘোত দিয়ে এনআরসি করতে হবে।