আলিপুরদুয়ার জেলাশাসকের পদ হারাচ্ছেন নিখিল নির্মল?

287

আলিপুরদুয়ার জেলার ‘জেলাশাসক’ নিখিল নির্মলকে ছুটিতে পাঠানোর সিধান্ত নেওয়া হল। এখন আলিপুরদুয়ারের জেলাশাসকের দায়িত্ব সামলাবেন অতিরিক্ত জেলাশাসক।মূলত, নিখিল নির্মলকে ছুটিতে পাঠানোর প্রসঙ্গে উত্তরবঙ্গের ডিভিশনাল কমিশনার বরুণ রায় জানান, নিখিল নির্মলকে জেলাশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং তাঁকে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জেলাশাসকের স্ত্রীকে সোশাল মিডিয়ায় এক যুবক আপত্তিকর মন্তব্য করেছিল বলে অভিযোগ। তাই ফালাকাটা থানায় ডেকে অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী। অভিযুক্তকে মেরে ফেলার হুমকিও দেন। ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বিতর্ক শুরু হয়। যদিও বিষয়টি অস্বীকার করেছেন জেলাশাসক।

এদিকে ফালাকাটা পুলিশ সূত্রে খবর, গতকাল জেলাশাসকের স্ত্রী নন্দিনী কৃষ্ণানকে একটি গ্রুপে অ্যাড করেন তাঁর ফেসবুক বন্ধু বিনোদ কুমার সরকার নামে ওই যুবক। অভিযোগ, তারপর থেকে বিনোদ নন্দিনীর উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য পোস্ট করে। বিষয়টি নিয়ে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর পুলিশ গ্রেপ্তার করে বিনোদকে। তারপর জেলাশাসক ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায়ের সামনেই বেধড়ক মারধর করেন অভিযুক্ত বিনোদকে। এরপর স্ত্রী নন্দিনী পুলিশকর্মীদের নির্দেশ দেন, “গাড়ি থেকে লাঠি বের করুন”। তার জবাবে কোনও এক পুলিশকর্মী বলেন, “লাঠি বের করা যাবে না”। জেলাশাসক বিনোদকে বলেন, “আমার জেলাতে আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না। তোমায় যদি আধ ঘণ্টার মধ্যে থানায় ঢুকিয়ে দিতে পারি, তাহলে তোমায় বাড়িতে গিয়ে মেরেও ফেলতে পারি।”