মুকুলের লুচি-আলুরদমে তোলপাড় এবার ‘উওরবঙ্গ’

101
গ্রাফিক্সে - ঋতুপর্ণা জানা

গরম গরম ফুলকো লুচির সাথে কষা আলুরদম, কে নে খেতে পছন্দ করে! কিন্তু এবার এই লুচি-আলুরদমের কথা শুনেই ভয় পাচ্ছেন একাধিক তৃনমূল নেতা! কারন, অনেকেই ভাবছেন হয়ত এর পেছনে হাত রয়েছে মুকুল রায়ের। তবে এই ভয়টা কিন্তু পাচ্ছেন না সৌরভ চক্রবর্তী। কারন তিনি মুকুলের এই লুচি-আলুরদমের ফাঁদে পা দিতে চাইছেন না ।

উল্লেখ্যে, মুকুলের হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। উত্তরবঙ্গে দলের সংগঠন গড়ে তোলার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। মুকুল তৃণমূল ছাড়ার পর অবশ্য পরিস্থিতির পরিবর্তন হয়। সৌরভের কাছ থেকে বেশ কিছু দায়িত্বও ‘কেড়ে’ নেওয়া হয়। অনেকের মনেই প্রশ্ন জাগছিল, মুকুল রায় যেভাবে বাড়ি বাড়ি লুচি-আলুরদম খেতে বেরিয়েছেন, তাঁর পরবর্তী টার্গেট না সৌরভ হন।

আর এই টার্গেটের বিষয়ে সৌরভ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে, তিনি জানান, “কে কার বাড়িতে যাচ্ছে জানি না। তবে, পশ্চিমবঙ্গের মানুষ লোকসভা ভোটের পর মমতা ব্যানার্জির বাড়িতেই যাবেন।” তাঁর কথায়, “রাজনৈতিক স্ট্যান্ড রাখার দায়িত্ব একান্তই আমার। সব্যসাচী ধরে রাখতে পারেনি। সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আমি একটা কথাই বলব, ৪২-এ ৪২ আসন জিতবে তৃণমূল। তখন অনেকেই আলুরদম হয়ে যাবে। লুচি-আলুরদম খেতে হবে না। আলুরদম খাওয়াবে নাকি ঝাঁটা নিয়ে তাড়া করবে সেটা পরে দেখা যাবে।”