ফালাকাটার কাছের মানুষ, প্রাক্তন মন্ত্রী যোগেশ বর্মনের চিরবিদায়

123

সৌরভ দত্ত: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তণ বনমন্ত্রী যোগেশ চন্দ্র বর্মন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।এদিন সকাল ১১ টা ১০ মিনিটে চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মূলত ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে তিনি দুদফায় জয়ী হয়ে একবার বনমন্ত্রী ও অন্যবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছিলেন

উল্লেখ্য এর আগে লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন সাধারণ বেডে। প্রাক্তন এই মন্ত্রীর জন্যে জোটেনি তখন একটি কেবিন। কারণ আর্থিক অনটনও গ্রাস করেছিল তাঁকে । আর তখন এমন অবস্থায় দল পাশে এসে না দাঁড়ালেও যোগেশ বাবুর পাশে এসে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, তাঁর লিভারের চিকিৎসার জন্যে ৩৭ লক্ষ টাকা মঞ্জুর করেন মুখ্যমন্ত্রী। আর মানবিক মমতার ব্যাবহারে আপ্লুত হয়ে তখন যোগেশ বাবু  মুখ্যমন্ত্রীকে ফোন করে কেঁদেই ফেলেন।