উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা কবে হবে, এবিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

30

দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ রুখতে ৩ মে পর্যন্ত দেশে জুড়ে লকডাউন। সেখানে পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে বন্ধ সমস্ত স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়ও। এমনকি উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা স্থগিত করেছে সংসদ।এই পরিস্থিতিতে, এই পরীক্ষাগুলো কবে হবে, বা আদৌ তা হবে কিনা, তা নিয়ে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী থেকে অভিভাবকদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১০ জুনের পরে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি এই অবস্থায় রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাবর্ষের ক্ষেত্রে কী হবে সেই প্রশ্ন উঠলে শিক্ষামন্ত্রী জানান, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলে রাজ্য সরকার পরবর্তী অবস্থান নেবে ।