ফালাকাটা মুক্তিপাড়া ইউনিটের এবারের পুজোর থিম কি? পড়ুন…

99

গত ৫ বছরের মত এবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ফালাকাটা মুক্তিপাড়া দুর্গোৎসব কমেটি। মূলত, ভোটের হাওয়াকেই কাজে লাগিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি ফেলার প্রস্তুতি নিয়েছে তাঁরা। তাই ভোটের মাঝে ভোটের দেওয়াল লিখনের আদলে দেওয়াল লিখে এবারের পুজোর প্রচার শুরু করে দিল মুক্তিপাড়া ইউনিট। অর্থাৎ আসন্ন শারদীয় উৎসবে ‘মা দুগ্গা’কে ‘ধুনুচি’ চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখন শুরু করেছেন মুক্তিপাড়া ইউনিটের সদস্যরা।

উল্লেখ্য এবারের পুজোর খুঁটিনাটি বিষয় নিয়ে ক্লাব সম্পাদক অভিজিৎ রায়ের সঙ্গে বার্তালাপ হলে তিনি আমাদের জানান,এবারের আমদের পুজোর প্রতিমা বানাচ্ছেন আনন্দ পাল । এবং প্রতিবছরের মতই এবছরের পয়ালা বৈশাখে আমারা সমস্ত শিল্পীদের বায়না করেছি। অর্থাৎ প্রতিমা শিল্পী থেকে শুরু করে মন্ডপ শিল্পীদের আমরা বায়না করে দিয়েছি । এবং আমরা প্রতিবছর পয়লা বৈশাখের দিন দেওয়াল লিখনের মাধ্যমেই আমাদের পুজো শুরু করে দেই, তাই এবারও তাঁর অন্যথা করেনি। তবে আমার খুটি পুজো প্রতিবারই উল্টো রথের দিন করি। কারন আমাদের রীতি অন্য সব ক্লাবের পুজো থেকে আলাদা।

তবে মুক্তিপাড়ার এবারের থিম কি হবে? তা নিয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ বাবু জানান, নতুন কিছু আমরা প্রতিবার দেখাই, এবারও আমারা নতুন কিছু দেখাব, অর্থাৎ নতুন চিন্তা, নতুন ভাবনা দিয়ে এবারের থিম গড়ে তুলবে মুক্তিপাড়া ইউনিট। সবশেষে দর্শকদের জানাব, চমক থাকছে ।

সর্বশেষ আমাদের সূত্র মারফত জানতে পেরেছি, এবারের মুক্তিপাড়া দুর্গোৎসব কমেটির থিম হতে চলেছে, ভোটযুদ্ধ নিয়ে কিংবা গণতন্ত্রের উৎসবের সঙ্গে বাঙালির সেরা উৎসবের মেলবন্ধন করার চেষ্টা । যেখানে দেবী দুর্গা হবেন প্রাথী, এবং তাঁর দলের প্রতিক হবে ধুনুচি চিহ্ন। তবে মহিষাসুর কোন চিহ্নে প্রাথী হবেন সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।