ফালাকাটা কলেজের ওয়েবসাইট হ্যাকড করল পাকিস্তানি হ্যাকাররা? সঙ্গে বিস্ফোরক হুমকি…

102

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অবস্থিত লীলাবতী কলেজের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠল পাকিস্তানি হ্যাকারদের বিরুদ্ধে। উল্লেখ্য, কলেজের ওয়েবসাইট খুলেলেই ভেসে উঠছে এই লেখা, অর্থাৎ সেখানে লেখা রয়েছে, এমন কোনও শক্তি নেই যা পাকিস্তানকে মুছে দিতে পারে। ভারতে জওয়ান বেশি আছে। কিন্তু পাকিস্তানের আত্মবিশ্বাস বেশি। যার জন্য আমরা বেশি শক্তিশালী। যে কোনও যুদ্ধ জিততে পারি। যুদ্ধের ভয় দেখাবেন না। আমরা প্রস্তুত। পাকিস্তান জানে কীভাবে আত্মরক্ষা করতে হয়। কারন, ভারত যুদ্ধে গেলে তা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে পাকিস্তানের । তবে, ঘটনার পর আজ ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ।

এদিকে, লীলাবতী কলেজের অ্যাকউটেন্ট সুদীপ্ত ঘোষ বলেন, “গতরাতে আমি খবর পাই কলেজের ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। আমি ওয়েবসাইট খুলে দেখি। এরপর যে সংস্থা এই ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। তারা বলে, একটা সার্ভারের ভিতরে অনেকগুলি ওয়েবসাইট আছে। সেই রকমই একটি সার্ভার হ্যাক হয়েছে। তারা বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে জানিয়েছে। দ্রুত ওয়েবসাইটটি হ্যাকারদের হাত থেকে মুক্ত করার চেষ্টা করছে।”