শুরু হল এবারের ফালাকাটা জংলা কালীবাড়ির জাগ্রত মায়ের পুজো

সময় তখন ১০ বেজে ১ মিনিট । নিয়ম কানুন মেনে শুরু হল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা শহরের জংলা কালীবাড়ির জাগ্রত কালী মায়ের পুজো। মূলত এবারে অমাবস্যা তিথি দেরি করে পড়ায় পুজো শুরু হতে দেরি হয়েছে । কিন্তু পুজো শুরু হওয়ার অনেক আগে থেকেই জংলা কালীবাড়িতে ভক্তদের আগমন চোখে পড়ার মত অবস্থায় ছিল। হবেই বা না কেন এখানকার মা যে জাগ্রত, প্রায় ১৫০ থেকে ২০০ বছর ধরে এখানে এই মায়ের পুজো হয়ে আসছে ! এমনটাই জানালেন এই কালীবাড়ির সদস্য দিলীপ বারোডিয়া।

মায়ের মুখ দেখতে ভক্তদের ভিড় – নিজস্ব চিত্র

এদিকে এই কালীবাড়ির সম্পাদক সুমিত দে জানান, আমাদের এই কালীপুজো ফালাকাটা শহরের গর্ব। কারণ অনেক মানুষজন এই কালী মায়ের মুখ দেখতে এখানে আসেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। এতটুকুই নয় তিনি আরও জানান, ইতিমধ্যেই এখানে প্রায় ২৫০০ হাজার বাঁটা পড়ছে মায়ের জন্য । সাথেই এখন পর্যন্ত ১৩০ টি পাঠা মায়ের চরণে দেওয়া হয়েছে।