বার্তালাপের ‘স্ক্রীনশট’ প্রকাশ্যে আসার পর এবার মুখ খুললেন ফালাকাটার বিনোদ

142

গত রবিবার থানায় ঢুকে পুলিশের সামনে এক অভিযুক্ত যুবককে অশ্রাব্য গালাগালি দিয়ে বেধরক মারধর করেছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক নিখিল নির্মল । আর সে অভিযুক্ত যুবকের নাম হল বিনোদ কুমার সরকার।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের হরিনাথপুরের বাসিন্দা সে। অভিযুক্ত যুবক শনিবার রাতে জেলাশাসক নিখিল নির্মলের স্ত্রীকে সোশ্যাল সাইটে অশালীন মন্তব্য করে বলে জানা যায়। এরপরই ওই যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার সুনিল কুমার যাদবকে নির্দেশ দেন জেলা শাসক নিখিল নির্মল। পুলিশ সুপারের নির্দেশ পেয়ে শনিবার রাতেই ওই যুবককে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ। এরপর থানায় ঢুকে অভিযুক্ত যুবককে বেধরক মারধর করেন জেলা শাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী। এই ঘটনার সময় পাশে দাঁড়িয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। থানার ভেতর পুলিশের সামনে অভিযুক্ত যুবকে মারধরের সঙ্গে অশ্রাব্য গালিগালাজ করতেও শোনা যায় জেলা শাসককে। তারপর অনেক জল গড়িয়েছে, এমনকি গতকাল জেলাশাসকের স্ত্রীর সঙ্গে বার্তালাপের স্ক্রীনশট প্রকাশ্যে চলে আসে।  এদিকে এই কাণ্ডের জন্য ফালাকাটা থানার আইসি সৌমজিৎ রায়কে কোচবিহার কোতয়ালী থানায় বদল করা হয় । কিন্তু এতদূর জল গড়ানোর পর কি বলেছেন অভিযুক্ত  বিনোদ সরকার।  তারই একটি অংশ তুলে ধরলেন তার ফেসবুক হ্যান্ডেলে। অর্থাৎ তার নিজস্ব ফেসবুক অকাউন্টের মাধ্যমে  এই ঘটনা নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়ে লেখেন….

আমি বিনোদ কুমার সরকার,
অনেকে বলছে আমি কালপ্রিট , অনেকে ধনঞ্জয় ইত্যাদি ইত্যাদি।
আমার অন্যায় আমি ফেসবুক এ আলিপুর দুয়ার এর  D M সাহেবের স্ত্রী নন্দিনী কৃষ্ণান কে অশ্লিল ভাষায় গালি দিয়েছি।
ফলস্বরূপ আমাকে গ্রেপ্তার ও থানায় বেপরোয়া মারধর। আর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
এরপর কেস , পাল্টা কেস, সমালোচনা , হাসপাতাল, পুলিশ নানান কিছুর সন্মুখীন হতে হতে আমি ক্লান্ত।
এবারে আপনারা দেশের  শিক্ষিত সমাজ যারা আমাকে অসামাজিক ভাবছেন তাদের কাছে কিছু প্রশ্ন !
১) আপনারা কি পুরো কথোপকথন টা দেখেছেন ?
২) আপনারা কি জানেন কি নিয়ে বিতর্ক হয়েছে এবং রাত কটায় হয়েছে ?
৩) কারো ওয়ালে বিতর্কের পর কেউ প্রতিদ্বন্দ্বীকে কখন নিজের মেসেঞ্জার গ্রুপ এ নিয়ে গিয়ে বন্ধুদের সাথ এ দল বেঁধে আক্রমণ করে ?
৪) কেউ বা কারা যদি অনবরত আপনার মায়ের নামে , বাবার নামে , দাদার নামে অশ্লীল মন্তব্য করতে থাকে , আর আপনি যদি চুপ থাকেন তবে আপনি মহাপুরুষ আর আমি যে শুধু গালির উত্তর দিয়েছি মাত্র এতেই অসামাজিক হয়ে গেলাম !
হ্যা আমি আই এ এস পরীক্ষায় হয়তো পাস করতে পারিনি তাইবলে কিছুই বুঝি না কি !
এবার আপনারাই বলুন , আমি আপনাদের ভরসা  করেই রইলাম ,
সমাজ, আইন যা দেবে মাথা পেতে নেব,