আপনি যেখানেই থাকুন না কেন, আজ রাতেই খালি চোখে দেখতে পারবেন শুক্রগ্রহকে

53

লকডাউনের কারনে অনেকটাই কমে গিয়েছে বায়ুদূষণের মাত্রা। যার ফলে আজ রাত ১ টা নাগাদ আকাশের দিকে খালি চোখে তাকালে দেখতে পারবেন শুক্রগ্রহকে। মূলত, আকাশে চাঁদ ও সূর্যের পরে সবথেকে উজ্জ্বল যাকে মনে হয় শুক্রগ্রহকে । সন্ধের আকাশে যার নাম সন্ধ্যাতারা। স্পেস.কম’ অনুসারে রাতের আকাশে চাঁদের পরেই সবচেয়ে উজ্জ্বল শুক্রগ্রহ। মঙ্গলবার রাতে এই গ্রহটি এবিষয়ে তার প্রতিদ্বন্দ্বী বৃহস্পতির থেকে ন’গুণ বেশি উজ্জ্বল হয়ে দেখা দেবে আকাশে। এই সময় শুক্রগ্রহকে আকাশে এতটা উজ্জ্বল দেখা যাবে। কিন্তু এই সপ্তাহের পরেই আবার তা ম্লান হতে শুরু করবে। মে মাসের শেষের দিকে সূর্যের আলোতে অদৃশ্য হয়ে যাবে সেটি। এরপর আবার জুনে ফিরে আসবে শুক্রের উপস্থিতি।