টিকটক সহ ৫৯টি চীনা অ্যাপ ‘ব্যান’ করল ভারত সরকার, একনজরে দেখে নিন সেই তালিকা

296

জল্পনার অবসান! অবশেষে ভারতে ব্যান করা হল ৫৯টি চীনা মোবাইল অ্যাপ। সোমবার রাতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। তালিকায় সর্বপ্রথমে রয়েছে চীনা অ্যাপ টিকটক ও হ্যালো নামক অ্যাপ। জানা গিয়েছে, তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের স্বার্বভৌমত্ব, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে কেন্দ্র জানিয়েছে। একনজরে দেখে নিন আপাতত যেই ৫৯ টি অ্যাাপ ব্যান করা হয়েছে মোদী সরকারের তরফে ।