এক দুই বছর নয়, করোনা নিয়ে ভয়াবহ তথ্য পেশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

52

করোনাকে সঙ্গে নিয়ে আমাদের বাঁচতে হবে, ইতিমধ্যে অধিকাংশ বিশেষজ্ঞরা এই তথ্য পেশ করছেন। কিন্তু কতদিন করোনাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে? তা নিয়ে এবার ভয়াবহ তথ্য পেশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁদের মতে, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কয়েক দশক পর্যন্ত থাকবে। শুক্রবার জরুরি কমিটির এক বৈঠকে ডাব্লিউএইচও’র (হু) তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, আগামী কয়েক দশক ধরে চলতে পারে করোনা মহামারির প্রভাব। তিনি আরও জানিয়েছেন, করোনা মহামারি একেক দেশে একেক রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। আক্রান্ত অনেক দেশেই পুনরায় এর প্রকোপ বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনো এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তবে করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণায় অনেক কিছুই জানা গেছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর মেলেনি।