৭ ঘন্টা ধরে ফেসবুক,হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বন্ধ থাকায় পথে বসলেন মার্ক জুকারবার্গ

ফেসবুক, হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ছাড়া আমরা যেন বিপন্ন হয়ে উঠেছি । মূলত, সার্ভারে দীর্ঘ সময় ধরে সমস্যার কারণে এই মাধ্যমগুলো অচল হয়ে পড়ে। আর এই মাধ্যমগুলি অচল হয়ে পড়ায় প্রভাব পড়েছে মার্ক জুকারবার্গের সম্পত্তিতেও। এই ৭ ঘণ্টায় প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার (৭০০ কোটি ডলার) অর্থাৎ ভারতীয় টাকার ৫০ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে মার্ক জুকারবার্গের।

ডয়েচে ভেল মারফত জানা গিয়েছে, ঘটনার পরে শেয়ারবাজারে ফেসবুকের দর পড়ে যায়। প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন প্রায় দুই বিলিয়ন মানুষ। সোমবার রাতে সেই ব্যবহারও আচমকা চার দশমিক নয় শতাংশ নেমে যায়। মূলত, প্রতি ঘণ্টায় ফেসবুকের আয় ৫ লাখ ৪৫ হাজার ডলার। এই ৭ ঘণ্টায় তাদের বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার ভারতীয় সময় রাত পৌনে ন’টা নাগাদ আচমকাই কাজ করা বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ইউজাররা অনেকেই সোশ্যাল সাইট টুইটারে এই প্রসঙ্গে টুইট করতে থাকেন। দেখা যায়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে একইরকম অভিযোগ আসতে শুরু করেছে। এরপরই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। জানানো হয়, পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে দ্রুত। কিন্তু শেষপর্যন্ত তা ঠিক করতে দীর্ঘ সাত ঘণ্টা সময় কেটে যায়। মঙ্গলবার ভারতীয় সময় ভোর চারটে নাগাদ ফের তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পরিস্থিতি স্বাভাবিক হয়।