আনইন্সটল না করে, কিভাবে ডিএক্টিভেট করবেন আপনার ফোন-পের অ্যাকাউন্ট? জানুন…

অনলাইন লেনদেনের জন্য কয়েকবছরের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফোনপে / PhonePe। তবে এতদিন পর্যন্ত বিনামূল্যে পরিষেবা দিলেও এবার আর সেই পথে হাঁটতে নারাজ ফোন-পে । অর্থাৎ ফ্রি-তে ফোন-পে ব্যবহারের দিন শেষ। এবার থেকে মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রসেসিং ফি নেওয়া শুরু করেছে অনলাইন লেনদেন অ্যাপ। আপাতত এই প্রসেসিং ফি শুধুমাত্র মোবাইল রিচার্জের উপরই প্রযোজ্য। ৫০ টাকার বেশি মোবাইল রিচার্জ করলে প্রতি লেনদেনের ক্ষেত্রে ১ থেকে ২ টাকা করে প্রসেসিং ফি কাটবে ডিজিটাল এই পেমেন্ট প্ল্যাটফর্ম। পাশাপাশি ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের জন্যও প্রসেসিং ফি চার্জ করছে সংস্থা। তবে সেক্ষেত্রে কত টাকা চার্জ করা হবে সেবিষয়ে কিছু জানায়নি সংস্থা।

এদিকে প্রসেসিং ফি কার্যকর হবার পর সোশ্যালমিডিয়া জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেক নেটনাগরিকেরাই আনইন্সটলের পথ বেঁছে নিচ্ছেন। তবে আপনি চাইলে আনইন্সটলের বদলে একবারে বন্ধ করে দিতে পারেন আপনার ফোন-পে অ্যাকাউন্টটি। কিভাবে করবেন চলুন তাহলে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

১. প্রথমে আপনার মোবাইলে ফোন-পে অ্যাপটি খুলুন

২. এরপর অ্যাপের ডান দিকে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করতে হবে।

৩. প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করার পর যেতে হবে প্রোফাইলে।

৪. এরপর প্রোফাইলে ক্লিক করে যেতে হবে মাই ফোন-পে প্রোফাইলে।

৫. এরপর মাই ফোন-পে প্রোফাইলে ক্লিক করে যেতে হবে মাই ফোন-পে অ্যাকাউন্ট ডিটেলসে।

৬. সেখানে তৃতীয় নম্বর অপশনে লেখা আছে, পার্মানেন্টলি ডিলেটিং মাই ফোন-পে অ্যাকাউন্ট। সেখানে ক্লিক করতে হবে

৭. ক্লিক করার পর, সেখানে চারটি অপশনের যেকোন একটিকে বেছে নিতে হবে। বেছে নেবার পর স্ক্রোল করলেই দেখা যাবে ডিএক্টিভেট মাই অ্যাকাউন্ট। সেখানে কিল্ক করার পর আপনার পছন্দের ভাষা পরিবর্তন করে ক্লিক করতে হবে হ্যাঁ আমি আমার ফোন-পে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করতে চাই।

 কিন্ত অ্যাকাউন্ট ডিএক্টিভেট করার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার ওয়ালেট ও গিফট কার্ডের ব্যালেন্স শূন্য আছে কিনা। এসব যাচাই করার পর আপনি আপনার ফোন-পে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করতে পারবেন। তবে ফোন-পের কথা অনুযায়ী একবার অ্যাকাউন্ট ডিএক্টিভেট করলে, সেই ফোননম্বর দিয়ে ফোন-পে ভবিষ্যতে আর কোনদিনও অ্যাকাউন্ট খুলতে দেবে না । তাই আপনার ফোন-পে অ্যাকাউন্ট ডিএক্টিভেট করার আগে ১০০ বার ভেবে চূড়ান্ত সিধান্তে পৌছবেন।