মাসের নির্দিষ্ট তারিখেই মোবাইল রিচার্জের সুযোগ পাবেন গ্রাহকরা

102

যে বেসরকারি টেলিকম সংস্থাগুলি মোবাইল পরিষেবা দেয়, তাদের প্রিপেড ট্যারিফ প্ল্যানগুলি সাধারণত ২৮ দিন, ৫৬ দিন বা ৮৪ দিনের হয়। যে প্রিপেড গ্রাহকরা প্রতি মাসে রিচার্জ করেন, তাঁদের ২৮ দিনের প্যাকেজ নিতে হয়। অর্থাৎ তাঁরা সম্পূর্ণ এক মাসের রিচার্জ করার সুযোগ পান না। সেই কারণেই বছরে ১২টি নয়, ১৩টি রিচার্জ করতে হয় গ্রাহকদের। গ্রাহকদের সেই অনুযোগ দূর করতে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। তারা জানিয়েছে, প্রতিটি মোবাইল সংস্থাকে এবার অন্তত একটি ট্যারিফ প্ল্যান রাখতে হবে, যেখানে গ্রাহক প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে ট্যারিফ ভাউচার কেনার সুযোগ পান। অর্থাৎ ২৮ দিন নয়, প্ল্যান চলবে সারা মাস। মাসের দিন সংখ্যা যাই-ই হোক না কেন, এক্ষেত্রে তা বিবেচনায় আনা হবে না। যদি সেই নির্দিষ্ট তারিখটি কোনও মাসে না থাকে, তাহলে রিচার্জের দিন হবে সংশ্লিষ্ট মাসের শেষ দিন। এর আগে ট্রাই জানিয়েছিল, ৩০ দিনের প্রিপেড রিচার্জ প্ল্যান আনতে হবে টেলিকম সংস্থাগুলিকে।