এবার থেকে ২৫ঘন্টায় ১দিন! অবিশ্বাস‍্য হলেও সত‍্য

এই অত‍্যাধুনিক যুগে মানুষের এক মিনিটের জন্যও দাঁড়াবার সময় নেই। সদাব‍্যস্ত এই জীবনে প্রতি মুহূর্তে তারা ছুটে চলেছে এক গন্তব‍্য থেকে অপর গন্তব‍্যে। ২৪ ঘন্টাও কম পড়ে যায় যেন। আমাদের পার্থিব কর্তব্য, পেশাদারী দায়িত্ব পালন করে আমরা আমাদের পরিবারের জন্য, আমাদের নিজেদের জন্য সময় বের করে উঠতে হিমসিম খেয়ে যাই। যদি আমরা ভবিষ্যতে প্রতি দিনে ২৫ঘন্টা পাই! তবে কেমন হবে! সম্প্রতি এক গবেষণায় এই ধরনের তথ্যই উঠে এসেছে যে, একদিনের দৈর্ঘ‍্য শীঘ্রই বাড়ানো হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এবং উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ‍্য জানান। গবেষকরা বলছেন যে ১০০মিলিয়ন বছর আগে পৃথিবীর এক দিনের দৈর্ঘ‍্য মাত্র ১৮ঘন্টা ছিল, ক্রমশ এটি বেড়ে ২৪ঘন্টা হয় এবং এখন এটি দিনে ২৫ঘন্টা হতে চলেছে। ভূতাত্ত্বিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে পরীক্ষা করে এই উপসংহারে পৌঁছেছেন। ন্যাশনাল একাডেমী অব সায়েন্সেসে এই গবেষণা প্রকাশিত হওয়া মাত্রই সমগ্র বিশ্বে চাঞ্চল‍্য ছড়িয়ে গিয়েছে।

ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন-এর ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক স্টিফেন মিয়ার বলেন, সময় বয়ে যাওয়ার সাথে সাথে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে প্রভাবিত হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবী তার নিজের চারদিকে একবার ঘুরতে আরো বেশি সময় নিচ্ছে। ফলস্বরূপ, দিনটি আরও দীর্ঘ হয়ে আসছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে, পৃথিবীতে এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের কারণে দিনে ২৫ঘণ্টা হতে যাচ্ছে। হয়ত এটি সমগ্র বিশ্বের এবং মানবজাতির জন্য একটি মহান আশীর্বাদ হয়ে আসতে চলেছে।

আরো পড়ুন: মন্দিরে পালিত হল ইফতার