ভারতে আর পাওয়া যাবে না মদ? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আরও বড় পদক্ষেপের দিকে এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। মাদকের চোরাচালান ব্যবসায় ইতি টানতে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার একটি কর্মসূচিতে মাদকের চোরাচালান রোধে নিযুক্ত পুলিশ কর্মীদের সামনেই শাহ বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারত মাদক মুক্ত দেশ হয়ে উঠবে। আর এই কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক সময়, একাধিকবার মাদক উদ্ধার হয়। বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে উদ্ধার করা হয় মাদক। এবার সেই দিকেই আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজনীতির উর্ধে উঠে মাদকের বিরুদ্ধে এই লড়াইটা করা উচিত। কোন রাজ্যে কোন দলের সরকার আছে তা মাথায় না রেখে সকলের এই বিষয় এগানো উচিত।

তিনি আরও বলেন, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬ লক্ষ কেজি মাদক উদ্ধার করা হয়েছে। ৭ হাজার কোটি টাকার মাদক পুড়িয়ে ফেলে নষ্ট করা হয়েছে। একই সঙ্গে শাহ আরও জানান, তদন্তে কিছু ভুলের জন্য অনেক দেশ মাদকের বিরুদ্ধে লড়াই করতে পারেনি। সীমান্তবর্তী রাজ্যগুলিতে মাদক চোরাচালার নিয়ে প্রায় সময়ই সরগরম থাকে স্থানীয় রাজনীতি।

এমনকি পঞ্জাবের পলাতক খালিস্তানি নেতা অমৃতপাল সিং এর বিরুদ্ধে মাদকের চোরাচালানে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই আবহে অমিত শাহের মন্তব্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।