তৃণমূলকে পাশে চান অধীর!জল্পনা তুঙ্গে

মমতার কঠোর বিরোধী তিনি।কিন্তু লোকসভার কংগ্রেসের দলনেতা হওয়ার পর অন্য সুরেই কথা বললেন সাংসদ অধীর চৌধুরি।লোকসভা ভোটের আগে বা NRS কান্ড নিয়ে মমতার বিরুদ্ধে সরব হয়েছেন বহরমপুরের ‘রবিনহুড’।

উল্লেখ্য,মঙ্গলবার সংসদ ভবনে শপথ নেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি।শপথ নেওয়ার পর কংগ্রেসের হাইকমান্ড সনিয়া গাঁধী তাঁর উপর দায়িত্ব দেন।অর্থাৎ লোকসভার কংগ্রেসের দলনেতা হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন তিনি।অধীরের কথায় ,”রাজ্যে তৃণমূল বিরোধীতা চলবে।কিন্তু দেশের স্বার্থেই বিরোধীদের এক হয়ে চলতে হবে।”এই কথায় পষ্ট তৃণমূল কংগ্রেসের ২২টি সাংসদ এবং কংগ্রেসের সাংসদরা মিলে এক হয়ে সংসদে কেন্দ্রের শাসক দলের বিরোধীতা আরও মজবুত হবে।সেই জন্যই তৃণমূলকে পাশে থাকার বার্তা দিতে চাইলেন অধীর চৌধুরি।এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।