মোদির দ্বিতীয় ইনিংসের মন্ত্রিসভায় রেলমন্ত্রী হচ্ছেন মুকুল রায়?

79

দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি। সন্ধ্যে ৭টায় নয়াদিল্লিতে মোদিসহ মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি রাজনাম কোভিন্দ। সন্ধ্যায় মোদির সঙ্গে শপথ নেবেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও। কিন্তু এখনো নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম গোপন রাখা হয়েছে। মূলত, নতুন মন্ত্রীর তালিকা নিয়ে বিজেপি প্রধান অমিত শাহর সঙ্গে মঙ্গলবার ৫ ঘণ্টা ম্যারাথন বৈঠক শেষে বুধবারও টানা ৩ ঘণ্টা আলোচনা করেছেন নরেন্দ্র মোদি।

তবে পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রিসভায় যোগ হতে যাচ্ছেন এবার অনেকেই । এবারের নির্বাচনে বিজেপির অন্যতম সেরা চমক হয়েছে এ রাজ্যেই। আর এই চমকেই পেছনে যে রয়েছেন স্বয়ং রাজনীতির চাণক্য মুকুল রায় তার অভাস অনকেই পেয়েছেন । তাই এ বার বিজেপির বিপুল জয়ের পুরস্কার পেতে পারেন মুকুল। উল্লেখ্যে, বিজেপিতে যোগদানের পর দলে কোনও পদই পাননি মুকুল রায়। শুধুই তিনি দলের জাতীয় কর্মসমিতির একজন সদস্য। অথচ পশ্চিমবঙ্গে বিজেপির পায়ের তলার জমি শক্ত করার অন্যতম কারিগর তিনি। তাই রাজনৈতিক মহলের একাংশের মতে, নরেন্দ্র মোদির দ্বিতীয় সরকারে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়। আর সেটা সম্ভবত হতে চলেছে রেলমন্ত্রীর দায়িত্ব, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে । তবে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিলে সেক্ষেত্রে অবশ্য মুকুলকে রাজ্যসভার সাংসদ করে আনতে হবে।

উল্লেখ্য, ২০১২ সালে মনমোহন জমানায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মুকুল রায়। মূলত, কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ ছেড়ে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা ব্যানার্জ্জি তখন রেলমন্ত্রীর দায়িত্ব পান মুকুল রায় ।