পোস্টার বয় যোগীর মাস্টারস্ট্রোক, দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি সুবিধা

60

জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। হাম দো, হামারে দো নীতিকে সামনে রেখে দুই সন্তান নীতি চালু করার উদ্যোগ নিতে চলেছে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের সরকার। জানা গিয়েছে শীঘ্রই আইন পাশ হতে চলেছে উত্তরপ্রদেশে। উত্তর প্রদেশের আইন কমিশন এই নিয়ে একটি খসড়া বিল তৈরি করে ফেলেছে। এবং ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে সেই আইনের খসড়া। আগামী ১৯ জুলাই পর্যন্ত সেখানে উত্তর প্রদেশের মানুষ মতামত জানাতে পারবেন।

কমিশনের চেয়ারম্যান আদিত্যনাথ মিত্তল জানিয়েছেন, দুইয়ের বেশি সন্তান থাকলে কোনওরকম সরকারি সুবিধা দেওয়া হবে না। এমনকি, নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। যাঁরা সরকারের এই আইন মেনে চলবেন, তাঁরা সমস্ত সরকারি সুবিধা ভোগ করতে পারবেন। আরও জানানো হয়েছে, যে পরিবারের সদস্য সংস্থা চারের বেশি হবে, তাঁদের রেশন কার্ডের সংখ্যা চারেই সীমাবদ্ধ করে রাখা হবে। ওই পরিবারে কেউ সরকারি চাকরিজীবী থাকলে আর কেউ সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। এমনকি, যিনি সরকারি চাকরি করছেন, তাঁর পদোন্নতি আটকে দেওয়া হবে। উল্লেখ্য, ২০১১ সালের জনগণনা অনুযায়ী, উত্তর প্রদেশের জনসংখ্যা ২০ কোটি । তা বর্তমানে ২৪ কোটি হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।