শক্তিশালী হয়ে ধেয়ে আসছে মান্দৌস, জেনে নিন…বাংলায় কতটা প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়

ফনি, আম্ফান- যশের ও সিত্রাং -র পর এবার পালা ঘূর্ণিঝড় মান্দৌসের। আবহওয়া দফতর মারফত জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মূহুর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। যা আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশের উপকূলের মধ্যে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মান্দৌসের।

এই মূহুর্তে গভীর নিম্নচাপটি কারিকল থেকে ৮৪০ কিমি দূরে ও চেন্নাই থেকে ৯০০ কিমি দূরে অবস্থান করছে। যার ফলে সতর্ক রয়েছে অন্ধ্র ও তামিলনাড়ুর সরকার। উপকূল এলাকায় চলছে মাইকিং। ওই এলাকাগুলি থেকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। মোতায়েন করা হয়েছে এসডিআরএফের কর্মীদের। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফের জওয়ানদের। উদ্ধারকাজের জন্য তৈরি থাকতে বলা হয়েছে নৌসেনা ও উপকূল রক্ষা বাহিনীকে। তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সমুদ্র উত্তাল রয়েছে। আগামী ৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামিকাল সকাল থেকেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরীর উপকূল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। সঙ্গে বইবে ঝোড়া হাওয়া। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব ওড়িশা কিংবা বাংলায় পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস।