সাধারণ মানুষের দাবি নিয়ে রাজ্য সভায় সরব হলেন মানস ভুঁইয়া

নয়াদিল্লী:  ব্যাঙ্কের অভাবে সরকারি স্কিমের সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ।সেই দাবিকে সামনে রেখে আজ রাজ্য সভায় সরব হলেন তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া।এদিন তিনি বলেন, ‘স্যার, আমি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে চাই। জাতীয় পরিকল্পিত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলির ভূমিকা সরকারি স্কিমগুলির সুবিধা প্রদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার রাজ্যে 3,315 গ্রাম পঞ্চায়েতের মধ্যে 700 টি শাখার অভাব রয়েছে। ফলস্বরূপ, সুবিধাভোগীরা স্কিমের সুবিধা পাচ্ছেন না, তারা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার হতে পারে।

এদিন মানস বাবু আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন আমাদের সরকার, বারবার গ্রামীণ পঞ্চায়েতগুলিতে ব্যাংক শাখা স্থাপনের জন্য মনোযোগ আকর্ষণের জন্য কেন্দ্রীয় সরকার ও অর্থ মন্ত্রণালয়ের কাছে লিখেছে। দুর্ভাগ্যবশত, গত চার বছর ধরে, কেন্দ্রীয় সরকার তাদের অনুরোধ ও যোগাযোগের প্রতি মনোযোগ দেয়নি।

রাজ্য স্তরের ব্যাংকার কমিটি (এসএলবিসি) সভায় এই সমস্যাটি বেশ কয়েকবার উত্থাপিত হয়েছিল এবং ব্যাংকের প্রধানরা বারবার আশ্বাস দিয়েছিল যে তারা ব্যাংক শাখার স্থাপনা বাস্তবায়ন করবে। দুর্ভাগ্যবশত যদিও, বিশেষ করে উপজাতীয়-আধিপত্য, দালাল-আধিপত্যপূর্ণ এলাকা এবং নির্ধারিত জাতি-শাসিত অঞ্চলে, তবুও এখনও ব্যাংকগুলির অভাব রয়েছে।

সর্বশেষে মানস বাবু বলেন,’আমি আপনার মাধ্যমে সরকারী ও বিশেষ করে অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, স্যার এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করতে যাতে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কিমের সুবিধাভোগী তাদের যথাযথ সুবিধা পেতে পারে।’