তৃণমূলে ফেরার কোনও প্রশ্নই নেই, তবে বিজেপিতে যেতেও পারি!

107

বৈশাখীর বাড়িতে বৈঠক করে এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো তৃণমূলে ফের সক্রিয় হয়ে উঠতে পারেন শোভন চট্টোপাধ্যায কিন্তু এই আশায় কার্যত জল ঢেলে দিলেন বৈশাখী।

রাজনীতিতে এলে কোন দলে যোগ দেবেন বৈশাখী? তৃণমূলেই কি যোগ দেবেন নাকি বিজেপিতে? এ প্রশ্নের জবাবে বৈশাখী বলেন, তৃণমূলে ফেরার কোনও প্রশ্নই নেই। যাঁরা তৃণমূল ছাড়ছেন তাঁরা ভাল লোক, তাঁদের সঙ্গে আমার ভাল যোগাযোগ রয়েছে। তাঁরাই তো থাকছেন না। এ প্রসঙ্গে শোভনের বান্ধবী আরও বলেন, সব দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।

আমার মনে হয় শিক্ষিত মানুষের সামাজিক সম্পর্কগুলো সুন্দর হওয়া দরকার। বিভিন্ন নেতাদের সঙ্গে কথা হয়। তবুও শুধু বিজেপিকেই তুলে ধরা হচ্ছে। কারণ, বাংলায় প্রধান প্রতিপক্ষ দল বিজেপিই। কংগ্রেস-সিপিএম নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। কোন প্রবাহে আগামী দিনে চলব, সেটা আগামী দিনই বলবে। এরপরই বৈশাখী বলেন, ‘বিজেপি আমার কাছে রাজনৈতিক ভাবে অস্পৃশ্য নয়, যেতেও পারি’।